1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
বরিশালে সৌদির খেজুর চাষে সফলতা - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

বরিশালে সৌদির খেজুর চাষে সফলতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ১২৪২ জন সংবাদটি পড়েছেন।

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :

জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামে প্রথমবারের মতো সৌদি আরবের খেজুর চাষ করে সফল হয়েছেন আল-মামুন হাওলাদার। চলতি বছর মে মাসের শুরুর দিকে তার বাগানের একটি গাছে থোকায় থোকায় মদিনার আমবার জাতের খেজুর ঝুলছে।


জানা গেছে, আল-মামুন হাওলাদার দীর্ঘ ১৭বছর সৌদি আরবে থাকার পর ২০১৪ সালে তিনি বাংলাদেশে আসেন। সৌদি আরবে থাকাকালীন সময় থেকেই তার (আল-মামুন) বাংলাদেশে সৌদির বিশেষ জাতের খেজুর চাষের প্রবল ইচ্ছে জাগে। বাংলাদেশে আসার পর থেকেই সে বিভিন্নভাবে খেজুর চাষের চেষ্টা শুরু করেন এবং দীর্ঘ ছয় বছর পর তার চেষ্টা সফল হয়েছে।
আল-মামুন হাওলাদার বলেন, তার বাগানে প্রায় দেড়শ’ আজওয়া এবং অর্ধশতাধিক আমবার জাতের খেজুর গাছ ও চারা রয়েছে। তিনি আরও বলেন, সৌদি আরবের মদিনা শহরের বিশেষ জাতের এই খেজুরের দাম প্রতিকেজি ১৫শ’ থেকে তিন হাজার টাকা পর্যন্ত এবং প্রতিটি চারাগাছ দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
সূত্রমতে, বাংলাদেশে এর আগে ময়মনসিংহের ভালুকায় এক চাষী সৌদির খেজুর চাষ করে সফল হয়েছেন কিন্তু বরিশালে এই প্রথম আল-মামুন হাওলাদার সৌদির খেজুর চাষ করে সফলতা আসার মুখ দেখছেন। আল-মামুন হাওলাদার বলেন, অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর নেয়ামতপূর্ন ফলকে বাংলাদেশের মানুষের কাছে সহজলভ্য করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!