1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে বৃদ্ধাশ্রমে ফ্রিজ উপহার দিলেন ভাইস-চেয়ারম্যান নীতিশ রায় - কোটালীপাড়া নিউজ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বৃদ্ধাশ্রমে ফ্রিজ উপহার দিলেন ভাইস-চেয়ারম্যান নীতিশ রায়

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৪৩ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম-এর পক্ষে বিশ্বমানব সেবা সংঘ (বৃদ্ধাশ্রম) এ একটি ফ্রিজ উপহার দিলেন গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়। সোমবার(১৮মে) সকালে বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস এর কাছে ফ্রিজ হস্তান্তর করেন তিনি। এসময় গোপালগঞ্জ রিপোর্টাস ফোরাম এর সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
ফ্রিজ উপহার পেয়ে খুশি এখানে থাকা অসহায় বাবা-মায়েরা।

বিশ্বমানব সেবা সংঘের সেবক আশুতোষ বিশ্বাস জানান, প্রায় ২২ বছর আগে মানবিক কারণে এই বৃদ্ধাশ্রমটি গড়ে তোলেন তিনি। এরপর থেকে নিজস্ব তহবিল ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহযোগীতা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে, একটি ফ্রিজের অভাবে প্রায় প্রতিদিনই রান্না করা খাবার সংরক্ষনের অভাবে নষ্ট হয়। অসহায় বাবা-মায়েদের কথা চিন্তা করে ফ্রিজ উপহার দেয়ায় ধন্যবাদ জানান তিনি।

গোপালগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নীতিশ রায় বলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইসুরে অবস্থিত এই বৃদ্ধাশ্রমে ১৮ জন অসহায় বাবা-মা থাকেন। যখন জানতে পারি, একটি ফ্রিজের অভাবে তাদের প্রতিদিনের খাবার নষ্ট হচ্ছে। তখনই গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্যকে বিষয়টি জানালে, তিনি একটি ফ্রিজ উপহার দেয়ার নির্দেশ দেন। আগামীতেও এই বৃদ্ধাশ্রমের পাশে থাকার কথা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!