1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
করোনা যোদ্ধাদের পাশে কোটালীপাড়ার ফ্যাশন ফিট সু স্টোর - কোটালীপাড়া নিউজ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

করোনা যোদ্ধাদের পাশে কোটালীপাড়ার ফ্যাশন ফিট সু স্টোর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৬৪ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
করোনা যোদ্ধাদের পাশে গোপালগঞ্জ জেলার একমাত্র বে-সু কোম্পানীর আউটলেট শো-রুম ফ্যাশন ফিট সু স্টোর।
ইতিমধ্যে এ শো রুমের পক্ষ থেকে করোনায় কর্মহীন অসহায় ৫শ মানুষকে মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া করোনভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষায় সম্মুখ সারির সকল যোদ্ধাদের পাশে থাকার ঘোষনা দিয়েছে ফ্যাশন ফিট সু স্টোর। এ স্টোর করোনা যোদ্ধাদের ১৫% ছাড়ে জুতা, স্যান্ডেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে । করোনা মহামারীর মধ্যে করোনা যোদ্ধারা বিশেষ এ ডিসকাউন্টের সুবিধা পাবেন। এ দুঃসময়ে সময়ে করোনা যোদ্ধাদের জন্য এ সুযোগটি করে দিতে পেরে প্রতিষ্ঠানটি অত্যন্ত গর্বিত বলে জানিয়েছেন ফ্যাশন ফিট সু স্টোরের পরিচালক উজ্জল দাস।


উজ্জল দাস বলেন, করোনা সংক্রমন শুরুর পর সম্মুখ সারির যোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করছেন । তাদেরকে বিশেষ সম্মান জানানো আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। করোনা যোদ্ধা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, ঔষুধ কোমাম্পানীতে কর্মরতরা, পুলিশ, বিজিবি, আর্মি, নেভি, কোস্ট গার্ড, এয়ার ফোর্স, র্যা ব আনসার ও সিকিউরিটি গার্ড, ব্যাংকার, গণমাধ্যম ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীরা ফ্যাশন ফিট সু স্টোর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে এই বিশেষ ডিসকাউন্ট সুবিধাটি গ্রহণ করতে পারবেন। এ ছাড়াও ফ্যাশন ফিট সু ষ্টোরের পক্ষ থেকে করোনায় কর্মহীন আসহায় ৫শ পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। তিনি বলেন আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!