1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কালকিনিতে করোনা ভাইরাস সচেতনতায় প্রামান্যচিত্র - কোটালীপাড়া নিউজ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

কালকিনিতে করোনা ভাইরাস সচেতনতায় প্রামান্যচিত্র

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ১০২৭ জন সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ

মাদারীপুরের কালকিনিতে করোনা ভাইরাসে অ-সচেতনদের সচেতনতার লক্ষে এবং সামাজিক কার্যক্রম নিয়ে একটি প্রামান্যচিত্র নির্মান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলার নবগ্রামের যুবসমাজ। আজ বুধবার সকালে নবগ্রাম যুব সমাজের আহবায়ক নৃপেন বৈদ্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রামান্যচিত্রটির অনলাইনে প্রকাশ করে শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।

এ প্রামান্যচিত্রটিতে উঠে এসেছে মাদারীপুর জেলায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় শুরু থেকেই নবগ্রাম যুবসমাজ সংগঠনটি জেলাসদরসহ কালকিনি উপজেলায় জীবানু নাশক স্প্রে করা, বাড়ি-বাড়ি গিয়ে করোনায় বিপদগ্রস্ত গ্রামের পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া, কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া, অসুস্থ্য ব্যক্তিদের মাঝে ওষুধ বিতরন নিশ্চিত করা, কৃষকদের সুবিধার্থে বিভিন্ন খালের কচুরী পানা পরিস্কারসহ তাদের জাতীয় কার্যক্রম। এবং জাতীয় গনমাধ্যমে তাদের কার্যক্রম উঠে আসার চিত্রও তুলে ধরা হয়েছে নবনির্মিত প্রামান্যচিত্রটিতে। প্রামান্যচিত্রটির কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন মিহির কুমরার হালদার।


নবগ্রাম যুবসমাজের আহবায়ক নৃপেন বৈদ্য বলেন, করোনার শুরু থেকেই নবগ্রাম যুব সমাজ জেলাসহ উপজেলার বিভিন্ন এলাকার সামাজিক কার্যক্রম অব্যহত রেখেছে। করোনা দেশে এখন মহামারীতে রুপ নেয়ায় আমরা মানুষের পাশে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করছি। এবং বিভিন্ন সচেতনামুলক লিফলেট বিতরন কার্যক্রম চালাচ্ছি। যাতে করে মানুষ করোনা থেকে সচেতন থাকে। তবে আমাদের সামাজীক কর্মকান্ড অব্যহত থাকবে।
প্রামান্যচিত্রটির কাহিনী চিত্রনাট্য ও পরিচালক মিহির কুমরার হালদার বলেন, গ্রামের অ-সেচতনদের সচেতন করার লক্ষে এবং নবগ্রামের যুবসমাজের কার্যক্রম নিয়ে এ প্রামান্যচিত্রটি নির্মান করা হয়েছে। এটা দেখে অনেকেই এখন সচেতন হয়েছে। এটাই আমাদের সফলতা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!