1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কালকিনিতে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার - কোটালীপাড়া নিউজ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

কালকিনিতে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৯৭ জন সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনিতে জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে স্বেচ্ছাশ্রমে ৫’শ মিটারের একটি রাস্তা সংস্কার করা হয়েছে। এতে করে দূর্ভোগের হাত থেকে রক্ষা পেল মুসল্লীসহ সকল শ্রেনী পেশার লোকজন।

আজ বুধবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠুর উদ্যোগে পৌর এলাকার দক্ষিণ ঠেংগামারা গ্রামের পালোয়ান বাড়ীর ব্রীজ (টাইগার ক্লাব) থেকে পাতাবালি পর্যন্ত একটি কাঁচা রাস্তায় বালুর বস্তা দিয়ে কয়েকটি গ্রামের লোকজনের চলাচলের উপযোগী করে দেয়া হয়।


এলাকাবাসী সুত্রে জানাগেছে, পৌর এলাকার দক্ষিণঠেংগামারা গ্রামের পালোয়ান বাড়ীর ব্রীজ (টাইগার ক্লাব) থেকে পাতাবালি পর্যন্ত রাস্তায় কাঁদাপানি জমে থাকায় ওই রাস্তা দিয়ে মসজিদের মুসল্লীরা ও জনসাধারনের দীর্ঘদিন ধরে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এবং কি ওই রাস্তার কাদাঁ-পানি পার হয়ে মসজিদে ও বিভিন্ন হাটবাজারে যাতায়াত করতে হত। এ ভোগান্তির কথা মাথায় রেখে আওয়ামীলীগ নেতা সোহেল রানা মিঠুর নিজস্ব অর্থায়নে প্রায় ৫শ মিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেন। এতে করে ওই এলাকার মুসল্লীরা ও জনসাধরন দূর্ভোগের হাত থেকে রেহাই পান।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা সোহেল রানা মিঠু বলেন, আমার নিজের স্বার্থে নয় এলাকাবাসীর সুবিধার্থে রাস্তাটি আমি এলাকার লোকজন নিয়ে সংস্কার করে দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!