কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা একাডেমী সুপারভাইজার জসীমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, মোদাচ্ছের হোসেন ঠাকুরসহ প্রমূখ উপস্থিত ছিলেন।