কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বালিকা ইভেন্টে জেলা পর্যায়ে কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ী কদমবাড়ী মধ্য কান্দি হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের বালিকা দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সাথে সাক্ষাত করেছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈর নেতৃত্বে গতকাল রবিবার রাতে ইউএনও সাগুফতা হকের সাথে সাক্ষাত করেন। সাক্ষাত কালে উপজেলা নির্বাহী অফিসার বিজয়ী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।পরে তিনি বিজয়ী টিমের কোচ ও খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য খেলোয়ারদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, শিমুলবাড়ী কদমবাড়ী মধ্য কান্দি হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন , উপজেলা একাডেমি সুপার ভাইজার জসীম উদ্দিন ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার গোপালগঞ্জ স্টেডিয়ামে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল বালিকা ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুকসুদপুর উপজেলার কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ী কদমবাড়ী মধ্য কান্দি হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।