কোটালীপাড়া প্রতিনিধি :
“আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি” এই শ্লোগানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ০৮ই অক্টোবর) কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ও খ্রিস্টান মিনিষ্ট্রি টু চাইল্ড এ্যান্ড ইয়ুথ এর সহায়তায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কান্দি অফিসের আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রেভা: ডেভিড মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি কোটালীপাড়া থানার নারী শিশু ও বিষয়ক এ.এস.আই পুতুল সেন, ৩৬ নং কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা মন্ডল,কান্দি প্রকল্পের ইউথ ক্লাবের সভাপতি দেবা মন্ডল বক্তব্য রাখেন।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কান্দি এর ব্যবস্থাপক রিপন কুন্দার সঞ্চালনায় অনুষ্ঠানে
স্থানীয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।কোটালীপাড়া থানার এ.এস.আই পুতুল সেন বলেন,জাতীয় কন্যা শিশু দিবসের গুরুত্ব, উদ্দেশ্য ও তাদের অধিকার সম্পর্কে সকলকে সচেতন হতে হবে।যে কোন শিশু সহিংসতার শিকার হলে ওই কন্যা শিশুর জন্য আইনি দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,অনুপ্রেরণা মূলক ভিডিও প্রদর্শন ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘটে।