এমন বর্ণাঢ্য, সম্মানে মোড়ানো অন্তিম যাত্রা কেউ কখনও দেখেনি। ঝড়-বৃষ্টি আর চোখের জলে নিউইয়র্ক এক বীর সন্তানকে চির বিদায় জানালো। ভয়াবহ বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় অংশ নিয়েছেন প্রায় ২০ হাজার মানুষ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় অনুষ্ঠিত জানাজায় শুধু নিউইয়র্ক পুলিশ বিভাগের সদস্যই ছিলেন প্রায় ৫ হাজার। রাস্তার ধারে সারিবদ্ধ হাজারও পুলিশ সদস্য তাকে শেষবারের মতো স্যালুট জানান। আকাশপথেও হেলিকপ্টার থেকে দেওয়া হয় গার্ড অব অনার। জানাজা শেষে দিদারুলকে দাফন করা হয় নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে।
দিদারুল ইসলামকে মরণোত্তর প্রথম শ্রেণির ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। এতে তার পরিবার সর্বোচ্চ পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবে বলে জানিয়েছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন।
গভীর শ্রদ্ধা ও শোকের আবহে আয়োজিত এই অন্তিম বিদায়ে উপস্থিত ছিলেন নিউইয়র্কের গভর্নর, সিটি মেয়র, পুলিশ কমিশনার, আইনপ্রণেতা, কমিউনিটির বিশিষ্টজন ও আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরাও। তাদের বক্তব্যে বারবার উচ্চারিত হয় দিদারুলের সাহসিকতা, আত্মত্যাগ এবং তার শেকড় বাংলাদেশের নাম।