1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
শব্দ দূষণ রোধে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন - কোটালীপাড়া নিউজ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শব্দ দূষণ রোধে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন

  • প্রকাশিত : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪৮১ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে শব্দ দূষণ রোধে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের আলোচনা সভায় ভাচুর্য়াল প্লাট ফর্মে  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ কথা জানান। তিনি বলেন, শব্দ দূষণ কমাতে আমরা একটি সড়কে হর্ন নিষিদ্ধ করবো। স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসতালের সামনে সচেতনতা মূলক সাইনবোর্ড স্থাপন করবো। এখনে হর্ন বাজালে মোবাইল কোর্ট বসিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। হাইড্রলিক হর্ন বন্ধ করা হবে।  ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুমতি দেয়ার পর শব্দ দূষণ রোধে সাউন্ড বক্সের শব্দ ডেসি মিটার নির্ধারণ করে দেয়া হবে। নির্ধারিত শব্দের ডেসি মিটার অতিক্রিম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। শব্দ দূষণ কমাতে সব বিভাগের সমন্বয়ে কর্মপরিকল্পনা গ্রহন করা হবে। শব্দ দূষণের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে হবে। এটিকে সমাজিক আন্দোলনে পরিনত করতে হবে। শব্দ দূষণ রোধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়াকে আমার শান্ত শহরে পরিনত করবো।
পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ কার্যালয় আয়োজিত আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের আলোচনা সভার সভাপতি গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াসুর রহমান বলেন, শব্দ দূষণ রোধে  মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। সম্মিলিত ভাবে কাজ করে আমরা শব্দ দূষণ রোধ করতে পারবো।
বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, শব্দ দূষণ রোধ করতে না পারলে মানুষ বোধির সহ বিভিন্ন রোগে আক্রান্ত হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শরীরে অস্থিরতা ও আতংক বেড়ে যাবে। শব্দ দূষণের ফলে আমাদের শ্রবণ শক্তি যতটা থাকার কথা তা নেই। তাই শব্দ দূষণ এখনই রোধ করতে হবে।
গোপালগঞ্জে কৃষি সম্প্রসারণের ডিডি ড. অরবিন্দু কুমার রায় বলেন, শব্দ দূষণ রোধ করে গোপালগঞ্জেকে বসবাসের যোগ্য করে তুলতে হবে। এটি করা গেলে এখানকার মানুষ ভাল থাকবেন।
বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু বলেন, পৌর এলাকায় শব্দ দূষণ রোধে আমরা কার্যকরী পদেক্ষেপ গ্রহন করবো। আমরা শব্দ দূষণ কমিয়ে সহনীয় পর্যায়ে আনবো।


পরিবেশ অধিদপ্তরের  গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোঃ আসাদুজ্জামান আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের  গোপালগঞ্জ কার্যালয়ের পরিদর্শক তুহিন আলম।
গোপালগঞ্জ বিডি ক্লিনের প্রতিনিধি সুজন দাস অলোচনাসভার সূচনা বক্তব্যে বলেন, আমারা ক্লিন ও গ্রিন গোপালগঞ্জ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। শব্দ দূষণ রোধ করে গোপালগঞ্জের পরিবেশ রক্ষায় আমাদেরকে সমানভাবে কাজ করে যেতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!