1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
মুজিববর্ষ উপলক্ষে আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন - কোটালীপাড়া নিউজ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

মুজিববর্ষ উপলক্ষে আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন

  • প্রকাশিত : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৪৮ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কর্তৃক প্রকাশিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন। একই সাথে উদ্বোধন করা হয় জ্ঞানের আলো ভ্রাম্যমাণ লাইব্রেরি। ভ্রাম্যমান এই লাইব্রেরিটি জ্ঞানের আলো পাঠাগারের পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচিত এলাকা কোটালীপাড়া উপজেলার স্কুল-কলেজগুলোতে চলাচল করবে। মাননীয় প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপির সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ড. হারুন রশিদ, অতিরিক্ত সচিব কাজী আশরাফ, যুগ্ম সচিব মোঃ শওকত আলী, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক খালেক বিন জয়েন উদদীন, কথা সাহিত্যিক অরুন কুমার বিশ্বাস, সিআইপি যশোদা জীবন দেবনাথ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কোটালীপাড়ায় সত্যিকারের জ্ঞানের আলো ছড়িয়েছে জ্ঞানের আলো পাঠাগার। করোনার ভয়াবহ সময় যখন বাবা ছেলের লাশ ছুয়ে দেখে না, ছেলে বাবার মৃত্যুর খবর পেয়েও দাফনে অংশ নেয় না সেই সময় জ্ঞানের আলো পাঠাগার মানুষের পাশে এসে যেভাবে দাড়িয়েছিল সত্যিই অসাধারণ দায়িত্ব পালন করে সংগঠনটির সদস্যরা।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, জাতির পিতার জীবন ও কর্মের বহুমত্রিকতা এবং মহান আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে জ্ঞানের আলো পাঠাগার ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক এই বিশেষ স্মরণিকাটি প্রকাশ করে। কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে মুজিববর্ষে ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিচালানার উদ্যোগ নেয় জ্ঞানের আলো পাঠাগার। ভ্রাম্যমান এই লাইব্রেরিটি কোটালীপাড়ার সকল স্কুল-কলেজসহ আবাসিক এলাকাসমূহে নিয়মিত চলাচল করবে। উপজেলার যে কোন ব্যক্তি ফেরত দেওয়ার শর্তে এখান থেকে বিনামূল্যে বই নিয়ে যেতে পারবে পড়ার জন্য।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!