1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
গোপালগঞ্জে শেখ রাসেল শিশু বান্ধব চক্ষু ইউনিট - কোটালীপাড়া নিউজ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে শেখ রাসেল শিশু বান্ধব চক্ষু ইউনিট

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪১৯ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে শেখ রাসেল শিশু বান্ধব চক্ষু ইউনিটের শুভ সূচনা করা হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ)  অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালে স্থাপিত শিশু ইউনিটের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ।
ঢাকার বাইরে দেশের প্রথম  গোপালগঞ্জে এ ইউনিট স্থাপন করা হয়েছে জানিয়ে  হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ বলেন, ইউনিটটিতে অভ্যর্থনা,রেজিস্ট্রেশন, ভিশন সেন্টার, কাউন্সিলিং এ্যান্ড এ্যাডমিশন বিভাগ, কন্সালটেশন রুম, প্লেয়িং জোন, ওয়েটিং রুম, ব্রেস্ট ফিডিং পয়েন্ট সহ প্রয়োজনীয়  সবধরণের শিশুতোষ ব্যবস্থা রাখা হয়েছে। এখানে অরবিসের সহযোগিতায় বিভিন্ন দেশ থেকে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা যত্নের সাথে মনোরম পরিবেশে শিশুদের চোখের চিকিৎসা প্রদান করবেন।  গোপালগঞ্জ সহ আশপাশের অন্তত ৩৫টি জেলার শিশুরা এখান থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।
ওই কর্মকর্তা আরো জানান,হাসাপাতালের শিশু ইউনিটে সহজেই শিশুর চোখের সব রোগের চিকিৎসা মিলবে। এখান থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধও প্রদান করা হবে।
ওই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ আব্দুল্লাহ হেল আযম বলেন,শিশু ইউনিটটি অরবিস আন্তর্জাতিক মানের করে দিয়েছে। এখানে বিশ্বের সব আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। আশা করছি এখান থেকে দেশের অনেক জেলার শিশুদের চোখের সু-চিকৎসা করা সম্ভব হবে।
হাসপাতালের নার্স মানমুন বলেন, শিশু চিকিৎসার ব্যাপারে অরবিস আমাদের বিশেষ ট্রেনিং দিয়েছে। প্রশিক্ষণ লভ্য জ্ঞান আমরা এখানে প্রয়োগ করবো। কাউন্সিলিং সহ শিশুদের চোখের সহ ধরণের চিকিৎসা দিতে আমরা সক্ষম ।
গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের শফিকুর রহমান মোল্লা বলেন, চক্ষু হাসপাতালের শিশু ইউনিটিটি শিশু স্বর্গ হিসেবেই সাজানো হয়েছে। এখানে চিকিৎসা নিতে এসে আমার বাচ্চা অনাবিল অনন্দ অনুভব করেছে। চিকিৎসক ও নার্সরা হাঁসি মুখে মনোরম পরিবেশে তাকে কাউন্সিলিং ও চিকিৎসা দিয়েছেন। এতে আমি অত্যন্ত খুশি। এ অবস্থা বজায় থাকলে আমার মতো সব অভিভাবকই বাচ্চাদের এখানে নিয়ে আসবেন। এটি দেশের শিশুর চক্ষু পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!