গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের গৃহবধূ দু’ সন্তানের জননী ইয়াসমিন (৩০) নিখোঁজ হয়েছেন।
গত ১৯ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টার দিকে কুমিল্লা জেলার ব্রহ্মনপাড়া থানার ভেড়াপাড়া গ্রামের বাবার বাড়ি থেকে তিনি নিখোঁজ হন ।
ইয়াসমিন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ জাহিদুল ইসলামের স্ত্রী। জাহিদুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি বেসকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে।
স্ত্রী নিখোঁজ হওয়ার পরের দিন স্বমী মোঃ জাহিদুল ইসলাম ব্রাহ্মনডাঙ্গা থানায় একটি জিডি করেছেন।
মোঃ জাহিদুল ইসলাম জানান, তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাদের ভেড়াপাড়া গ্রামের বাবার বাড়ি রেখে তার স্ত্রী নিখোঁজ হয়। ছেলে, মেয়ে তাদের মায়ের জন্য কান্নাকাটি করছে। তারা মায়ের সাথে গ্রামের বাড়িতে ফিরতে অধীর আগ্রহে প্রতিক্ষার প্রহর গুনছে। মা ছাড়া তাদের কাছে সব কিছুই অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে । দু’ সন্তানকে নিয়ে আমি অকূল পাথারে পড়েছি। তাই কোন ব্যক্তি ইয়াসমিনের সন্ধান পেলে তার স্বামী সেল ফোনের ০১৭৯০৯২৭০১৩ নম্বরের যোগাযোগ করতে অনুরোধ করেছেন।