কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে সিনথিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সিনথিয়া গোপালপুর গ্রামের শামীম সিকদারের মেয়ে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন,শুক্রবার দুপুরে সিনথিয়াকে না পেয়ে পরিবারের লোকজন এদিকে ওদিকে খোঁজাখুঁজি করে।এরপর নদীর ঘাটে তল্লাশী চালিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে।ধারনা করা হচ্ছে নদীর ঘাটে খেলতে গিয়ে তার মৃত্যু হয়েছে।