1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কালকিনিতে প্রায় ৪ কিলোমিটার খালের কচুরীপানা পরিস্কার করে দিলেন প্রবাসী ও আওয়ামীলীগ নেতা - কোটালীপাড়া নিউজ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

কালকিনিতে প্রায় ৪ কিলোমিটার খালের কচুরীপানা পরিস্কার করে দিলেন প্রবাসী ও আওয়ামীলীগ নেতা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩৬৮ জন সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকেঃ
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই শ্লোগানকে বুকে ধারন করে মাদারীপুরের কালকিনিতে মালয়েশিয়া প্রবাসী হাবিবুর রহমান চুন্নু ও আওয়ামীলীগ নেতা মোঃ আবু সায়েম খোকন মাতুব্বরের যৌথ অর্থায়নে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার গোপালপুর ব্রীজ থেকে ধব্জী হয়ে কাজীবাকাই ইউনিয়নের বয়াতিবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার খালের কচুরীপানা শ্রমিক দিয়ে পরিস্কার করে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে গোপালপুর, কাজীবাকাই, ডাসার ও নবগ্রাম, ইউনিয়নসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫’হাজার কৃষকের ও ঐতিহ্যবাহী গোপালপুর হাটের ব্যবসায়ী এবং ক্রেতা-বিক্রেতাদের দুঃখ কষ্টের কথা চিন্তা করে প্রায় লক্ষাধীক টাকা ব্যয়ে খালটি পরিস্কার করে দেয়া হয় ।


এলাকা ও সরেজমিন সুত্রে জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর হাটে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাদের নৌকা যোগে আশা-যাওয়ার একমাত্র খাল ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার গোপালপুর ব্রীজ থেকে ধব্জী হয়ে কাজীবাকাই ইউনিয়নের বয়াতিবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার খাল কচুরীপানায় বন্ধ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরে। এবং এই গুরুত্বপূর্ন খাল দিয়ে নৌকা চলাচলে অনুপযোগী হয়ে পরায় গোপালপুর, কাজীবাকাই, ডাসার ও নবগ্রাম, ইউনিয়নসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫’হাজার কৃষকের বিল অঞ্চলের ধান,পাটসহ বিভিন্ন প্রকার ফসল বাড়িতে আনতে পারছে না। তাই কৃষকদের ও ব্যবসায়ীদের দুঃখ কষ্টের কথা চিন্তা করে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধব্জী গ্রামের মালেক মাতুব্বরের মালয়েশিয়া প্রবাসী ছেলে মোঃ হাবিবুর রহমান চুন্নু মাতুব্বর ও গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আবু সায়েম খোকন মাতুব্বর তাদের দু’জনের নিজস্ব অর্থায়নে এ খালের কচুরীপানা পরিস্কার করে দেয়া হয়।
গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আবু সায়েম খোকন মাতুব্বর বলেন, আমাদের বিল অঞ্চলের ধান,পাটসহ বিভিন্ন প্রকারের ফসল আনার ও ব্যবসায়ীদের হাটে আশা-যাওয়ার একমাত্র খালটি নৌকা চলার অনুপযোগী ছিল তাই কৃষকদের ও ব্যবসায়ীদের যাতে কষ্টে না হয়, সেজন্য আমরা জনসাধারনরে পাসে থেকে এ ধরনের কাজ করে যাচ্ছি।
মালয়েশিয়া প্রবাসী মোঃ হাবিবুর রহমান চুন্নু মাতুব্বরের ভাই মোঃ বজলুর রহমান মাতুব্বর বলেন, আমার প্রবাসী ভাইর ও আওয়ামীলীগ নেতার প্রায় লক্ষাধীক টাকা ব্যয় করে আমি শ্রমিক নিয়ে প্রায় চার কিলোমিটার খালের কচুরীপানা পরিস্কার করে দিয়েছি।
কৃষক মোঃ খলিলুর রহমান হাওলাদার, শাহাদাত কন্দকার ও ব্যবসায়ী মোঃ হানানসহ বেশ কয়েকজন বলেন, খালের কচুরীপানা পরিস্কার করায় আমাদের একন কষ্ট চলে গেছে।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক বলেন, মালয়েশিয়া প্রবাসী মোঃ হাবিবুর রহমান চুন্নু মাতুব্বর ও গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আবু সায়েম খোকন মাতুব্বর যে কাজটি করেছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে সমাজের বিত্তবানদের এ ধরনের কাজে এগিয়ে আশা উচিত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!