1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
করোনায় কোটালীপাড়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতির মৃত্যু - কোটালীপাড়া নিউজ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

করোনায় কোটালীপাড়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতির মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪১৮ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও হিরন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল ইসলাম(৭০) করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ নিয়ে কোটালীপাড়া উপজেলায় করোনায় সংক্রমিত হয়ে দুজন মৃত্যুবরণ করলেন।

অপরদিকে ৩২৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।তাদের মধ্যে ২৪৫ জন ব্যক্তি সু্স্থ হয়েছেন। ৭৯ জন ব্যক্তি আইসোলেশনে আছেন বলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্র জানাগেছে।

পারিবারিক সূত্রে জানাগেছে, গত রবিবার করোনা উপসর্গ নিয়ে জাফরুল ইসলাম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নমুনা পরীক্ষা দেন।সোমবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।ওই দিন রাতেই তাকে নিয়ে ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।এখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

জাফরুল ইসলামের মৃত্যু সংবাদ কোটালীপাড়ায় ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী ও হিরন ইউনিয়নবাসীর মাঝে শোকের ছায়া নেমে আছে।

জাফরুল ইসলাম স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ জোহর হিরন মাদ্রাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!