1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কাশিয়ানীতে সরকারি খাল উদ্ধারে নেমেছেন এসিল্যান্ড - কোটালীপাড়া নিউজ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কাশিয়ানীতে সরকারি খাল উদ্ধারে নেমেছেন এসিল্যান্ড

  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৫৬ জন সংবাদটি পড়েছেন।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধভাবে দখল হয়ে যাওয়া সরকারি খাল দখলমুক্ত করতে মাঠে নেমেছেন সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার বিকালে তিনি উপজেলার বেথুড়ী গ্রামে সরেজমিনে গিয়ে সরকারি খাল দখল করে গড়ে তোলা মৎস্য ঘের, পুকুর, বাঁধ, বসতবাড়ি, পোল্ট্রি ফার্মসহ অন্যান্য স্থাপনা এক সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে দখলকারীদের নির্দেশ দিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার রামদিয়া-সীতারামপুর সরকারি খালের বেথুড়ী এলাকায় খাল দখল করে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা এ্যাডভোকেট সেলিম মোল্লা, আহাদ মোল্লা, লিটু মোল্লা, মিরাজ মোল্লা, মিজানুর মোল্লা, আকবর মোল্লা, তোফায়েল মোল্লা, মজনু মোল্লা, সবুজ সরদার, রাসেল বিশ্বাস, হোসাইন মোল্লা ও মিন্টু শিকদার পুকুর, মৎস্য ঘের, রাস্তা ও পোল্ট্রি ফার্মসহ নানা স্থাপনা গড়ে তুলেছেন।

এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি খাল উদ্ধারে তৎপর উপজেলা প্রশাসন।

বেথুড়ী গ্রামের শওকত খন্দকার বলেন, ‘খালটি উদ্ধার হলে এলাকার উৎপাদিত ফসল নৌপথে পরিবহনে সহজলভ্য হবে। বোরো মৌসুমে সেচ ব্যবস্থার পাশাপাশি দেশীয় মাছের চাহিদা পূরণ হবে।’

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম বলেন, ‘অবৈধ দখলের কারণে খালে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমরা খুব শীঘ্রই প্রচলিত জলাধার ও খাল রক্ষা আইন অনুযায়ী খালটি দখলমুক্ত করবো। ইতোমধ্যে অবৈধ দখলদারদের মৎস্য ঘের, বাঁধ, পোল্ট্রি ফার্মসহ অন্যান্য স্থাপনা ৭ দিনের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!