কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় “টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে অগ্রগতি” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে কোটালীপাড়া পৌরসভার হলরুমে এডাব গোপালগঞ্জ জেলার শাখার আয়োজনে দিন ব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এডাব গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলাল, এডাব বরিশাল অঞ্চলের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু , আরডিএস এর পরিচালক মো: আজিজুল হক মিয়া বক্তব্য রাখেন।
বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ,এনজিও প্রতিনিধিসহ ২৮ জন অংশগ্রহণকারী সেমিনাওে অংশগ্রহণ করেন।