কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে শচীন ওঝা (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শচীন ওঝা একই গ্রামের গোয়ালী ওঝার ছেলে।
নিহতের ছেলে সুমন ওঝা জানান, শচীন ওঝা সকালে কলাবাগানে কলা কাটতে গেলে একাধিক ভিমরুল তাকে কামড় দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়ার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’