1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে মুশুরিয়া পদ্ম বিল - কোটালীপাড়া নিউজ
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় “টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে অগ্রগতি” শীর্ষক সেমিনার  কোটালীপাড়ায় এনটিভির সাংবাদিক প্রয়াত মাহবুব হোসেন সারমাত স্মরণে স্মরণসভা কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ফুটবল বালিকা দলের কোটালীপাড়ার ইউএনও’র সাথে সাক্ষাত শ্বশুরের দায়েরকৃত মামলায় জামাই জেলে, মামলা তুলে নিতে হুমকি কোটালীপাড়ায় লক্ষ্মীপূজা  উপলক্ষে ৩ দিনব্যাপী নৌকা বাইচ কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা কোটালীপাড়ায় লক্ষ্মী প্রতিমার জমজমাট হাট কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প টুঙ্গিপাড়ায় কন্যা শিশুকে পানিতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা

পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে মুশুরিয়া পদ্ম বিল

  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৬ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া প্রতিনিধি  :
দর্শনার্থীদের মধ্যে মুগ্ধতা ছড়াচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া ‘পদ্ম বিল’। উপজেলার এই পদ্ম বিলের দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় বাড়ছে।
যত দূর চোখ যায় এমন অপরূপ দৃশ্য হাতছানি দিয়ে ডাকে ভ্রমণ পিপাসুদের। সেই ডাকে সাড়া দিয়ে প্রতিদিনই বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে অনেক দর্শনার্থী যান বিলটিতে। তারা নৌকায় ঘুরে সৌন্দর্য উপভোগ করেন।
স্থানীয়রা জানান, তাঁদের কাছে এটি ‘মুশুরিয়া পদ্ম বিল’নামেই পরিচিত। বর্ষাকালে বিলে দেখা যায় গোলাপি আভা। এই মুশুরিয়া পদ্ম বিল সংরক্ষণ এবং পর্যটন স্পষ্ট হিসেবে গড়ে তোলা গেলে এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
সরেজমিনে দেখা গেছে, পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষ বিলে আসছে। কেউ কেউ আবার স্মৃতি ধরে রাখতে ভিডিও করে রাখছেন এবং প্রিয়জনদের সঙ্গে ছবি তুলছেন।  নৌকা নিয়ে দর্শনার্থীরা প্রকৃতির সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে পারছে বলে জানিয়েছেন।
পদ্ম দেখতে আসা দর্শনার্থী রাজিব দে বলেন, ‘আমি কোটালীপাড়া উপজেলা সদর থেকে এখানে এসেছি পদ্মের সৌন্দর্য উপভোগ করতে। সারা জীবন তো কাজই করে গেলাম, তাই একটু বিনোদন নিতে এখানে আসা।বিল জুড়ে ফুটে আছে পদ্ম ফুল।
কথা সমদ্দার নামে আরেক দর্শনার্থী বলেন,’ফেসবুকে বিলটি সম্বন্ধে জানতে পেরে এখানে ঘুরতে এসেছি। পদ্ম দেখে খুবই ভালো লাগছে। নৌকায় চড়ে খুব কাছ থেকে পদ্মের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পেরে খুব আনন্দ লাগছে।
সুমাইয়া নামে এক শিশু বলে, ‘আমি আব্বু-আম্মুর সঙ্গে এসেছি। এখানে পদ্ম ফুল দেখে খুব ভালো লাগছে।
সাংবাদিক রতন সেন কংকনের সঙ্গে কথা হলে তিনি জানান, বর্ষা মৌসুমে এ বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া পদ্মফুলে আমরা মুগ্ধ। এই পদ্ম বিলটি সরকারের রক্ষণাবেক্ষণ করা উচিত। যাতে ভ্রমণ পিপাসুরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা খুঁজে পায় এবং নতুন প্রজন্মকে প্রকৃতিপ্রেমী করে গড়ে তুলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!