1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার-১ - কোটালীপাড়া নিউজ
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার-১

  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আয়ান (৩) নামে এক শিশু অপহরণের পর ২৪ঘন্টার মধ্যে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে।
এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ মোঃ আমিনুল ইসলাম বাপ্পী (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
গত শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রাম থেকে শিশু আয়ানকে উদ্ধার করে।
শিশু আয়ান কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের হাইজুল মিয়ার ছেলে।
এ দিকে শিশু অপহরণের এ ঘটনা নিয়ে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজ উদ্দিন তার কার্যালয়ে বসে আজ শনিবার সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের পাকিজা নামে এক গৃহবধু থানায় এসে শিশু অপহরণের একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্রধরে গোপালগঞ্জ জেলার সু-যোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে শিশু আয়ানকে আমরা নাটোর জেলার লালপুর থানা থেকে উদ্দার করতে সক্ষম হই।
তিনি আরো বলেন, এই শিশু অপহরণের মামলায় আমরা আমিনুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত বাপ্পী নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে।
শিশু আয়ান অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন বলেন, কয়েকমাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশু আয়ানের মায়ের সাথে আমিনুল ইসলাম বাপ্পীর পরিচয় হয়। সেই পরিচয় থেকে বাপ্পী আয়ানের মা পাকিজা বেগমের সাথে বোন বলে আত্মীয়তা করেন। এই আত্মীয়তার সূত্র ধরে বাপ্পী সুকৌশলে বাপ্পী আয়ানকে অপহরণ করে নিয়ে যায়। এর পর পাকিজা বেগম থানায় এসে বাপ্পীর বিরুদ্ধে শিশু অপহরণ মামলা করলে আমরা বাপ্পীর বাড়ি থেকে শিশু আয়ানকে উদ্ধার ও অপহরণকারী বাপ্পীকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
শিশু আয়ানের মা পাকিজা বেগম বলেন, আমি থানায় মামলা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ আমার সন্তানকে উদ্ধার করে দিয়েছে। এজন্য আমরা কোটালীপাড়া থানা পুলিশকে ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!