1. gourangodas6@gmail.com : Gourango Lal Das : Gourango Lal Das
  2. jmitsolutionbd@gmail.com : support :
জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয়-এসএম জিলানী - কোটালীপাড়া নিউজ
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয়-এসএম জিলানী

  • প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ জন সংবাদটি পড়েছেন।
কোটালীপাড়া প্রতিনিধি  :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, রাজনীতি করতে হলে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণকে ভালোবাসতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা জনগণের পাশে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে।
আজ সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় নিতাই বাজারে এসে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশের ৫শতাংশ মানুষ সরাসরি রাজনীতি করেন। বাকি ৯৫শতাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত নয়। এরা সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষরা চায় দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে ভালোবাসা। এদেরকে ভালোবাসা দিলে এরাও নির্বাচনের সময় ব্যালটের মাধ্যমে তার প্রতিদান দিবো।
স্বেচ্ছাসেবক দলের এই শীর্ষ নেতা বলেন, আমি গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসন থেকে দু’বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আগামীতেও এ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি এই জনপদের মানুষদের সুখে দুঃখে বিগত দিনে ছিলাম, এখন আছি, এবং ভবিষ্যতেও থাকবো।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা কাজী অমিত, উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

পুরোনো সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © Kotalipara News24
Developed by : Kotalipara News
error: Content is protected !!