গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে করোনাভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে জেলা তথ্য অফিস ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন তথ্য অফিস থেকে জেলা শহর ও গ্রামে গ্রামে করোনা সচেতনতা মূলক পথ প্রচার ও মাইকিং করা হচ্ছে। জনগনকে মাক্স পরিধানে উৎসাহিত করা, জনসমাগম এড়িয়ে চলা, নিয়মিত সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া ও সমাজিক দূরত্ব নিশ্চিত করার ব্যাপারে মাইকিং করা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন সকাল ৯ থেকে বিকাল ৪ টার মধ্যে কোনাকাটা ও লেনদেন সম্পন্ন করতে বলা হচ্ছে। মোটর সাইকেল, ইজিবাইক, মাহিদ্রাসহ বিভিন্ন পরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন না করা ও শারীরিক দূরত্ব বজায় রাখা। মার্কেট, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করা । ইত্যাদি বিষয়ে পথপ্রচার ও মাইকিং করে চলেছে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম জানান,জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করোনাভাইরাস প্রতিরোধে জেলা তথ্য অফিস পথ প্রচার ও মাইকিং করে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি হচ্ছে। অতংক নয়, সচেতন হলেই করোনা প্রতিরোধ করা সম্ভব।
Leave a Reply