গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার উমাচরণ পূর্ণচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন এর আয়োজনে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন।
উমাচরণ পূর্ণচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভীষ্মদেব রাঢীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড কনসার্ন এর শাখা ব্যবস্থাপক জেমস হেবল বাড়ৈ, প্রোগ্রাম ম্যানেজার ফ্রান্সিস তমাল হালদার, জর্জ বেনেডিক্ট দাস ও এফডিসিএস এর প্রোগ্রাম অফিসার রিন্ডা বাড়ৈ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড কনসার্ন এর প্রকল্পভূক্ত ১১০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও টিউশন ফিসহ বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষার্থী নির্ঝর বিশ্বাস বলেন, আমরা আজ খাতা,কলম ও টিউশন ফি পেয়ে আনন্দিত। এ সকল শিক্ষা উপকরণ আমাদের শিক্ষা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
Leave a Reply