কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪০২টি অসচ্ছল পরিবারের মাঝে মোবাইল বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন। রবিবার উপজেলার শুয়াগ্রাম চার্চ অব বাংলাদেশ অফিস চত্ত্বরে মাস ব্যাপী অর্থ সহায়তা প্রদান কর্মসূচির সমাপণ অনুষ্ঠানে সাউদার্ন বাংলাদেশ রিজিওন এর-ফাইনান্স কর্মকর্তা মিসেস সবিতা হালদার,লাইভলিহুড কো-অর্ডিনেটর মলয় কান্তি বিশ্বাস, শুয়াগ্রাম চার্চ অব বাংলাদেশ এর পাষ্টর রেভা: শশী বাড়ৈ, কোটালীপাড়া এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি, প্রোগ্রাম অফিসার দিপল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার সুবাশ জয়ধর ও প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন বাড়ৈ উপস্থিত ছিলেন।
সাউদার্ন বাংলাদেশ রিজিওন এর-ফাইনান্স কর্মকর্তা মিসেস সবিতা হালদার, মহামারি করোনা রেসপঞ্জ কর্মসুচীর আওতায় কর্মহীন মানুষের খাদ্য সংকট নিরসনে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশনের কর্মএলাকার ৪০২টি অসচ্ছল পরিবারে ৩ হাজার টাকা করে ১২ লক্ষ ৬ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
Leave a Reply