গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত নিত্যানন্দ বল্লভ (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিত্যানন্দ বল্লভের বাড়ি কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়নখানা গ্রামে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, গত ৩ জুন নিত্যানন্দ বল্লভের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে দিন নমুনা রিপোর্টে তার দেহে করোনা সনাক্ত হয়। নিত্যানন্দের অবস্থা খারাপ হওয়ায় ওই দিনই তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার সন্ধ্যায় মৃত্যু বরণ করেন। রাতে সিভিল সার্জন, পুলিশ, উপজেলা প্রশাসন, পরিবারের সদস্য ও স্বেচ্ছাসেবকরা গোপালগঞ্জ শ্মশানে নিত্যানন্দের মরদেহ দাহ করেন।
Leave a Reply