কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। বুধবার রাতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য জানান, আয়নাল হোসেন শেখের গত মঙ্গলবার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আরও জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ তার নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। এ ছাড়া তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
Leave a Reply