গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম। শনিবার ২০ (জুন) বিকেলে কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে কুমার নদী থেকে স্থানীয় ভাবে তৈরী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়। পরে আগুন দিয়ে ড্রেজার মেশিনটি ধ্বংস করে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম জানান, অবৈধভাবে কুমার নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. অসিম মোল্যা নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগুন দিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করে দেয়া হয়।
Leave a Reply