কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জেরর কোটালীপাড়া উপজেলার মঠবাড়ি গ্রামে করোনায় আক্রান্ত দুটি পরিবারকে খাদ্যসামগ্রী পৌছে দিলেন মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ শুক্রবার সকালে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে চাল, তেল, ডাল, আলু, লবণ, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন, চিনি, দুধ, মাছসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী পৌছে দেন ।
এ সময় প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বশির বিন সামসুদ্দিন উপস্থিত ছিলেন।
মোহাম্মদ লাভলু শেখ বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পরপরই এই বাড়ি দুটি লকডাউন করা হয়। খবর পেয়ে আমার প্রতিষ্ঠান তাদের এই দূর্দিনে পাশে দাঁড়ানো কর্তব্য হিসেবে এসব সামগ্রী আমি নিজে পৌছে দেই। তাদের যে কোন প্রয়োজনে আমি এই পরিবার দুটির পাশে থাকবো।
Leave a Reply