কোটালীপাড়া প্রতিনিধি :
‘মুজিবর্ষের আহব্বান, ৩টি করে গাছ লাগান’ এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের পাশে ফলদ বৃক্ষের চারা রোপণের মধ্যে দিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ ঘোষিত ৩দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলায় এ কর্মসুচির উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম, আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এস এম ইস্রাফিল, যুগ্ম আহবায়ক বাবলু হাজরা, যুবলীগ নেতা খায়রুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ নাইম উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম বলেন, মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদেরকে ৩টি করে গাছ লাগানোর আহব্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ৩দিন ব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে বৃক্ষরোপণ কর্মসুচি শুরু করলো। কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মীরা নিজ নিজ বাড়িতে অথবা গুরুত্বপূর্ণ স্থানে ৩টি করে বৃক্ষরোপন করবে।
Leave a Reply