কোটালীপাড়া প্রতিনিধি :
‘মুজিবর্ষের আহব্বান, ৩টি করে গাছ লাগান’ এই স্লোগান সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার স্থানীয় পৌর মার্কেটের পাশে ফলদ গাছের চারা রোপণের মধ্যে দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত ৩মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলায় এ কর্মসুচির উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাজ্জাদ সুমন, নিয়াজ মোর্শেদ হিরো, ছাত্রলীগ নেতা ইকবাল হাসান উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে ৩টি করে গাছ লাগানোর আহব্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ ৩মাস ব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে বৃক্ষরোপণ কর্মসুচি শুরু করলো। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে ১০হাজার বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা উপহার দিবো। নেতা-কর্মীরা সকলেই আগামী ৩মাসে প্রত্যেকেই ৩টি করে গাছের চারা রোপণ করবেন।
Leave a Reply