গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ হোসেন খোকা মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামের নিজের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাযান।
করোনায় মৃত্যু বরণকারী মোহাম্মদ হোসেন খোকা মোল্লা পোনা গ্রামের মৃত লোকমান মোল্লার ছেলে।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কাইয়ূম তালুকদার জানান, গত ৭ জুন মোহাম্মদ হোসেন খোকা মোল্লার শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়িতে মারাযান। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গেছেন। স্বাস্থ্য বিভাগের লোকজন, উপজেলা প্রশাসন,পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত দল মোহাম্মদ হোসেন খোকা মোল্লার লাশ দাফন করবে বলে জানান ওই কর্মকর্তা।
Leave a Reply