কোটালীপাড়া প্রতিনিধি :
মৎস্য অধিদপ্তর থেকে মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়েছে। এই পোনা যিনি সরবরাহ করেছেন তিনিই আবার সুকৌশলে সেই পোনা নিজের পুকুরে এনে ছেড়েছেন।
এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। এই ঘটনা নিয়ে এলাকায় সাধারণ জনগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার হিরণ ও কলাবাড়ি মৎস্যজীবী সমবায় সমিতির অনুকুলে মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়ার জন্য চলতি অর্থ বছরে মৎস্য মন্ত্রণালয় থেকে ৩লক্ষ ৬৫হাজার টাকা বরাদ্ধ এসেছে। বরাদ্ধকৃত এই টাকা দিয়ে ১৪শত ৬০ কেজি রুই, কাতলা, মৃগেল মাছের পোনা ক্রয় করা হয়।
গত রবিবার (১৪ জুন) হিরণ মৎস্যজীবী সমবায় সমিতি থেকে হিরণ বিলে ৭শত ৩০ কেজি মাছের পোনা ছাড়া হয়। এই মাছের পোনা সরবরাহ করেছিলেন ওই সমিতির সদস্য ঝন্টু সরদার। ঝন্টু সরদার হিরণ গ্রামের খালেক সরদারের ছেলে।
এলাকাবাসীর অভিযোগ ঝন্টু সরদার মৎস্য অফিসের কর্মকর্তার সামনে মাছের পোনা ছেড়েছেন। কিন্তু যে স্থানে মাছের পোনা ছেড়েছেন সেই স্থানটির চারপাশ দিয়ে সুকৌশলে নেট জাল পেতে রেখে ছিলেন। মৎস্য অফিসের লোকজন চলে যাবার পর ওই মাছের পোনা ঝন্টু সরদার তুলে এনে নিজের পুকুরে ছাড়েন।
প্রত্যক্ষদর্শী হিরণ গ্রামের গোলাম রসুল, রবি খান, মেহেদী হাসান বলেন, ঝন্টু সরদার লোক দেখানো ভাবে বিলে মাছের পোনা ছাড়েন। তবে সেই পোনা আবার তুলে নিয়ে তিনি নিজের পুকুরে ছেড়েছেন। এই পোনা বিলের পানিতে বড় হলে মৎস্যজীবীরা মাছ ধরে তাদের জীবীকা নির্বাহ করতে পারতো। আমাদের এলাকায় মাছের সমস্যা থাকতো না। তিনি এই পোনা তুলে নিয়ে আমাদের এলাকার বিলের মৎস্য ক্ষেত্রের অনেক ক্ষতি করেছেন।
এ বিষয়ে ঝন্টু সরদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আমার নিজস্ব পুকুর থেকে মাছের পোনা তুলে সরবরাহ করার জন্য হিরণ বিলে নিয়ে যাই। সেখানে আমি ৭শত ৩০ কেজি মাছের পোনা মৎস্য অফিসারের উপস্থিততে বিলে ছাড়ি। এর পর আমার কাছে কিছু মাছের পোনা অবশিষ্ট থাকে। আমি সেই মাছের পোনা নিয়ে এসে আমার পুকুরে ছাড়ি। এলাকার কিছু লোক সেটি দেখে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে।
উপজেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার বলেন, আমার উপস্থিতে ঝন্টু বিলের জলাশয়ে মাছের পোনা ছেড়েছেন। তবে তিনি নেট জালের মধ্যে ছেড়েছেন না পরে তুলে নিয়ে নিজের পুকুরে ছেড়েছেন তাহা আমার জানা নেই।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, ঝন্টু সরদার যদি বিলের মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে তাহা আবার তুলে এনে নিজের পুকুরে ছাড়ে তাহলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply