কাশিয়ানী প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাসেল সরদার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) দুপুর বেলায় উপজেলার আড়ুয়াকান্দি নামক বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাসেল সরদার উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার মো. আমিনুর রহমান বলেন, শনিবার দুপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply