মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর) থেকে :
প্রথম শ্রেনীর পত্রিকা ও টিভি মিডিয়ার কর্মরত সাংবাদিকদের প্রানের সংগঠন মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক এইচ এম মিলন (দৈনিক যুগান্তর-৭১টিভি), যুগ্ন আহবায়ক মোঃ জাফরুল হাসান (দৈনিক জনকণ্ঠ, দৈনিক আমাদের বানী) ও ম.ম হারুন অর-রশিদ(আনন্দ টিভি/দৈনিক ভোরের দর্পন) কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
আজ শুক্রবার সকালে রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয় বসে এ কমিটি ঘোষনা করা হয়। এ ছাড়া যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দিন ফকির লিটন (দৈনিক ঢাকা প্রতিদিন), যুগ্ন সদস্য সচিব আবির হাসান পারভেজ (দৈনিক বাংলাদেশের খবর), মাসুদ আহম্মেদ কাইউম (দৈনিক বাংলাদেশের আলো), সদস্য মোঃ সেন্টু তালুকদার (দৈনিক ভোরের কাগজ-সময়ের আলো), মোঃ আশরাফুর রহমান হাকিম (দৈনিক সংবাদ), মোঃ রমিজ আল হাসান ( দৈনিক মাদারীপুর সংবাদ), মোঃ আতিকুর রহমান আজাদ (দৈনিক প্রতিদিনের সংবাদ-দিনকাল), মোঃ মহিউদ্দিন বাবু (আজকের প্রত্যাশা), সৈয়দ শামিম (আলোকিত সময়) ও সৈয়দ রাকিবুল ইসলাম (আমার বার্তা) নির্বাচিত করা হয়েছে।
Leave a Reply