কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা “এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে” এই লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ীতে পারিবারিক সবজি -পুষ্টি বাগান স্থাপনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়জেনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে এসব শাক-সবজির বীজ বিতরণ করেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মিলন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ব্রজেন্দ্রনাথ সরকার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার এফ এম সহিদুল ইসলাম, বিকাশ সরকার, সুকান্ত রায়, পার্থ প্রতীম বৈদ্য উপস্থিত ছিলেন। উপজেলার ৩৮৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে লালশাক,সীম, পুঁইশাক, ঢেঢ়ষ, বেগুন, মরিচ,লাউ, করলা,বরবটি, মূলা, গীমা কলমীসহ বিভিন্ন জাতের শাক- সবজির বীজ বিতরণ করা হয়।
Leave a Reply