গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
আজ রোববার সকাল ১০ টায় জেলা ও উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় কবঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ , উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, টু্ঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা আওয়ামীলগ নেতৃবৃন্দ।
Leave a Reply