কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪১ জনে। এর মধ্যে ১৬ জন সুস্থ্য হয়েছেন। আক্রান্ত ২৫ জন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ভবনে অস্থায়ী আইসোলেশনে ও আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মতর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে আজ (৩১ মে) রবিবার সন্ধ্যায় ৩ জনের দেহে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তরা আইসোলেশনে ও বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে । আক্রান্তদের বাড়ী উপজেলার বিরামেরকান্দি,কুরপালা, ও হিরণ গ্রামে।
Leave a Reply