আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
বরিশাল র্যাব-৮, সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল শনিবার ঝালকাঠীর রাজাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশের এসআই খোকনকে গুরুতর আহত করা মামলার এজহারভুক্ত আসামী শাহআলম জোমদ্দারের ছেলে মোঃ অনিক জোমাদ্দর(২৪) ও জোবায়ের আহম্মদের ছেলে মোঃ আব্দুল্লাহ আল জাহেদ(২০)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা রাজাপুর থানার কানুদাস কাঠি এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৯ মে ঝালকাঠির রাজাপুর থানার এসআই খোকন একটি মাদক মামলার তদন্ত করতে গেলে মাদক ব্যসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র সরকারী কাজে বাধা প্রদান করে এবং এসআই খোকনকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত এসআই খোকনকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ওই ঘটনায় ঝালকাঠি জেলার রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply