কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হাসান গাজী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হাসান গাজী মধ্যে মাঝবাড়ি গ্রামের ইউসুফ গাজীর ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে হাসান গাজী একই গ্রামের সুমন দাড়িয়ার পুকুরে কাজ করতে ছিলো। এ সময় ওই পুকুরের মধ্যে থাকা পোল্ট্রি ফার্মের বিদ্যুৎ সংযোগের ছেড়া তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। আহত হাসান গাজীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
Leave a Reply