গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৩ শত ২৩ কোটি ৫৩ লক্ষ ৫৭ হাজার ৪শত ৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা পৌরসভার হলরুমে বসে এ বাজেট ঘোষণা করেন।
এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ২৫ লক্ষ ৭১ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮১ লক্ষ ২১ হাজার টাকা। সমাপ্তি জের ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা।
অপরদিকে উন্নয়ন আয় ধরা হয়েছে ৩শত ১৮ কোটি ৭২ লক্ষ ৩৬ হাজার ৪শত ৭১ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩শত ১৮কোটি ৭২লক্ষ ৩৬ হাজার ৪শত ৭১ টাকা।
মেয়র মতিয়ার রহমান হাজরা সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণার আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি মোস্তফা কামাল,আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম রুনি, সাংবাদিক মিজানুর রহমান বুলু, কাউন্সিলর আলী আসগর বক্তব্য রাখেন।
মেয়র মতিয়ার রহমান হাজরা বলেন, পৌরবাসীর সহযোগিতায় আগামীতে এই পৌরসভাকে একটি আধুনিক স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।
Leave a Reply