গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তথ্য অধিকার আইন ও বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহা: বোরহানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারটি উদ্বোধন করেন।
বাপার্ডের পরিচালক কৃষিবিদ মো: মাহমুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ডের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মো: আব্দুল গণি মিনা, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন। সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বাপার্ডের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply