গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া:
গোপালগঞ্জরে কোটালীপাড়া উপজলোয় অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়ছে।
আজ রববিার উপজলোর পঞ্জিুরী ইউনয়িনরে চৌধুরী হাটরে একটি পরত্যিক্ত ভবন থকেে কোটালীপাড়া থানা পুলশি ভারসাম্যহীন অজ্ঞাত ষাটর্ধ্বে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার কর।
অজ্ঞাত এই নারী গত ৪বছর ধরে চৌধুরী হাটে পরত্যিক্ত ভবনে বসবাস করে আসছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানয়িছেনে। তবে কোন কারণে ভারসাম্যহীন এই নারীকে গলাকটেে হত্যা করা হয়ছেে তাহা স্থানীয় ব্যবসায়ী ও পুলশি প্রশাসন এখনো জানাতে পারনে।
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফরিোজ আলম বলনে, হত্যার শকিার এই নারী গত ৪বছর ধরে চৌধুরীর হাটে বসবাস করে আসছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানয়িছেনে। তবে কি কারণে এই নারীকে হত্যা করা হয়ছেে তাহা আমরা এখনো উদঘাটন করতে পারনি। তবে খুব শীঘ্রই এই হত্যার কারণ উদঘাটন করতে পারবো বলে আমরা আশাবাদী।
উদ্ধারকৃত ওই নারীর লাশ ময়নাতদন্তরে জন্য গোপালগঞ্জ র্মগে প্ররেণ করা হয়ছেে বলে জানয়িছেনে এই পুলশি র্কমর্কতা।
Leave a Reply