গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
পুরো বাড়িতে যেখানে আনন্দে মাতোয়ারা হওয়ার কথা সেখানে এখন কান্নার রোল। আহাজারীতে চলছে শোকের মাতম। বাড়ির বড় মেয়ে মরিয়ম খানম এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পাশ করেন। আজ সকালে পরিক্ষার ফলাফল জানতে পেরে পুরো বাড়িতে হৈ চৈ শুরু হয়। এ সময় সবার অগোচরে বাড়ির ছোট ছেলে রিফাত শেখ (৩) পানিতে ডুবে মারা যায়। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে। মৃত রিফাত শেখ তারাশী গ্রামের জাহিদুল শেখের ছেলে।
মৃত রিফাত শেখের মামা হাফিজুর শেখ জানান, আজ সকালে তার ভাগ্নী মরিয়ম খানমের এসএসসির ফলাফল প্র্রকাশ পায়। জিপিএ ৪.৩৯ পেয়ে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয় সে। আশানুরুপ ফলাফল না হলেও পরিবারের সবাই খুশি হয়। এ সময় বাড়ির বাইরে খেলতে থাকা মরিয়মের ছোট ভাই ৩ বছর বয়সী রিফাত শেখকে দেখতে না পেয়ে সবাই খোজাখুঁজি শুরু করেন। কিছুক্ষন পর পাশ^বর্তী দিঘীর পানিতে ভাসতে দেখা যায় রিফাতকে। দ্রæত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যেখানে আজ বড় মেয়ের এসএসসি পাশের খবর বের হওয়ায় বাড়িতে উৎসব হওয়ার কথা সেখানে পুরো বাড়ি এখন শোকে স্তব্ধ।
Leave a Reply