গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য গোপালগঞ্জ -৩ আসনের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।
আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের নিকট এসব ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আজিম উদ্দিন বলেন, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। কাল সকালে ব্যালট পেপার পাঠানো হবে।
উল্লেখ্যঃ গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। অপরদিকে তার বিপক্ষে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরা হলেন, বাংলাদেশ সুপ্রীম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর(একতারা), জাকের পার্টির মাহাবুর মোল্লা(গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেস পার্টির মোঃ সহিদুল ইসলাম মিটু(ডাব), ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম(আম) ও গণফ্রন্ট পার্টির সৈয়দা লিমা হাসান(মাছ)।
Leave a Reply