গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুক্তিযুদ্ধের রনাঙ্গনের সৈনিক, বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
আজ শনিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল মালেক, মো: সামচুল হক।
শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রদান করা হয়।
Leave a Reply