কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় সর্বজনীন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ৯ অক্টোবর ২০২৩) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ মো: জিল্লুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন,মাজাহারুল আলম পান্না, সমর চাঁদ মৃধা খোকন, বিজন বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাসসহ প্রতিটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় মোট ৩২৫ টি পূজা মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে।
Leave a Reply