কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কিস্তি ক্রেতার মৃত্যুতে গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন দেশের শীর্ষ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের মাল্টি ন্যাশনাল ব্রান্ড ওয়ালটন।
আজ সোমবার কোটালীপাড়া ওয়ালটন প্লাজায় ওয়ালটন কোম্পানীর উপ পরিচালক মো: আল মাহফুজ খান প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে ক্রেতা মৃত পবিত্র বালার পিতা পংকচ বালার হাতে সুরক্ষা সহায়তার ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় ওয়ালটন কোম্পানীর অতিরিক্ত পরিচালক মো: শাহানুর আলম , সিনিয়র ডিপুটি ডিরেক্টর মো: এনায়েত হোসেন ,সিনিয়র এসিট্যান্ট ডিরেক্টর সিমান্ত সিকদার, কোটালীপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মো: কাজেম আলী , সমাজসেবক এনামুল হক মোল্লা উপস্থিত ছিলেন।
মৃত ক্রেতা পবিত্র বালার পিতা পংকচ বালা বলেন, আমার ছেলে কোটালীপাড়া ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে একটি মোবাইল সেট ক্রয় করে। গত ১৫ আগস্ট সড়ক দূর্ঘনায় মারা যায় পবিত্র।
কোটালীপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার আমাদের সাথে যোগাযোগ করে আজ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিচ্ছে। এ বিপদের দিনে এই আর্থিক সহায়তা আমাদের খুব উপকারে আসবে।
কোটালীপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মো: কাজেম আলী বলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিনগর গ্রামের পবিত্র বালা আমাদের প্লাজা থেকে একটি মোবাইল সেট ক্রয় করে নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিল। গত ১৫ আগস্ট অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘনায় পবিত্র বালা মারা যান। তাই কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতির’ আওতায় কিস্তি ক্রেতার পরিবারকে এই আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
Leave a Reply