কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রতুষ্পুত্র ও বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, জেলা আওয়ামী লীগে সভাপতি মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বক্তব্য রাখেন।
যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে শেখ হেলাল উদ্দীন এমপি বলেন, ইনশাআল্লাহ আপনাদের ভোটে আগামীতেও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি নির্বাচিত হয়ে এদেশের প্রধানমন্ত্রী হবেন। এ জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এর আগে শেখ হেলাল উদ্দীন এমপি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রায়ত এস এম হুমায়ুন কবিরের কবর জিয়ারত করেন। #
২১,০৯,২০২৩
Leave a Reply