কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার থানার সামনে ক্যাফে ৭১ রেস্টুরেন্টের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার কোটালীপাড়া থানার সামনে এ রেস্টুরেন্টের নতুন শাখার উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্টুরেন্টের নতুন শাখাটির উদ্বোধন করেন।
এ সময় কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক মেয়র মো: কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ, তৈয়াবুর রহমান সরদার, ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাফে ৭১ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক ইসরাত জাহান বলেন, আমরা এ নতুন শাখার মাধ্যমে কাস্টমারদের রুচিশীল স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের চেষ্টা করবো। আমাদের এই রেস্টুরেন্টের শাখাটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া আমাদের এখানে জন্মদিনের কেকসহ নানা সামগ্রী পাওয়া যাবে।
Leave a Reply